ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় তারুণ্যের রোডমার্চ

জনগণকে জেগে উঠার আহ্বান ফখরুলের

জনগণকে জেগে উঠার আহ্বান ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন. রোডমার্চ থেকে এই বার্তাই দিতে চাই- আসুন জেগে উঠুন। এই সরকারকে পরাজিত করুন। গতকাল সকালে বগুড়ায় এরোলীয়ায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রোডমার্চ কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, চাল, ডাল ও তেলসহ প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী। তিনি বলেন, এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত