ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বৈধ সিটের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বৈধ সিটের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথমবর্ষ থেকে হল প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের বৈধ সিট প্রদান; গণরুম ও গেস্ট রুম কালচার বন্ধ; সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও অবৈধভাবে সিট দখলকারীদের উৎখাতের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় ‘বেধ সিট আমার অধিকার’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘শিক্ষার্থীদের গণরুমে রেখে রাজনৈতিক দলগুলো তাদের বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, শিক্ষার্থীরাই কেবল তাদের অধিকার আদায়ে নেমে এলে তারা দাসত্ব থেকে মুক্তি পাবে। সিট কারো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়।

নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী সাইমুননাহার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে চান্স পেয়েও আমাদের পুরুষ শিক্ষার্থীরা প্রশাসন কর্তৃক সিট পান না।

সভাপতির বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেস্টরুমে ঘণ্টার পর ঘণ্টা মানসিক অত্যাচার করা হয়, জেরা করা হয়- তারা প্রোগ্রামে গেছে কি যায়নি। বছরের পর বছর ধরে এভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।

মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন বাইয়োকেমিস্ট্রির বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা এবং সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত