ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে হত্যা মামলা

দুইজনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

দুইজনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় আরো পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার ইদ্রিস চৌকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতোয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন। তাদের মধ্যে সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং মনির হোসেন পলাতক ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. কাজল মিয়া, লাল খা এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মো. আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম, বরগুনা জেলার আব্দুল ছালামের মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মনির হোসেনসহ এদের সবাইকে একই মামলার অন্য ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১১ সালের ২২ এপ্রিল ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে একজন আসামি ছাড়া সবাই অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত