ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একজন কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কোডেক স্কুল-সংলগ্ন এ ঘটনা ঘটে। এতে নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫)। তিনি ১৮ নম্বর ক্যাম্পের ব্লক এইচ/৫৬ এর উপ-নেতা (সাব-মাঝি)। ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং জানিয়েছেন, কতিপয় সন্ত্রাসীরা মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহত মোহাম্মদ আইয়ুব আরসা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত