ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে কৃষিমন্ত্রী

বিফলে গেছে বিএনপির সব আন্দোলন

বিফলে গেছে বিএনপির সব আন্দোলন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে। বিএনপি এখন লোক দেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনো আন্দোলন সফল হয়নি। সব আন্দোলন বিফলে গেছে। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলেও দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান।

গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউজ প্রকল্প এলাকা পরিদশন শেষে তিনি এসব বলেন। বিএনপির আগুন সন্ত্রাসের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমরা চাই সংসদে ও দেশে একটা শক্ত বিরোধীদল থাকুক। সেই শক্ত বিরোধীদল সংসদে সরকারের কার্যক্রমের উপর সমালোচনা করবে। অথচ বিএনপি আগুন সন্ত্রাস করেছে। তারা যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগ করেছে। বহু মানুষকে মেরেছে। এমনকি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। যা বিশ্বে বিরল।

ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, ইতোপূর্বে কয়েক বছরে দেশে পোলট্রি শিল্প ক্ষতির মুখে ছিল। সে সময় খামারিরা ডিম বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু চলতি বছর ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন। কিন্তু ডিমের দাম অত্যধিক বাড়িয়ে দিয়ে খামারিদের লাভবান হওয়া কোনোভাবে মেনে নেয়া যায় না। তাই সরকার ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তাতেও ডিমের দাম না কমায় ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশে আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, চলতি বছর দেশের আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি দেশের আলু বাইরে রপ্তানি করা হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর দাম বাড়লে আলুর বীজের দাম গতবছরের মতো থাকবে। কৃষকরা কম দামে আলুর বীজ পাবেন। পাশাপাশি বাংলাদেশের আলুর উৎপাদন দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

পরে তিনি ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কমসূচি প্রণয়ন কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এমপি মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

এদিকে গতকাল বিকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণ ইনস্টিটিউটের উদ্যোগে উদ্ভাবিত তেল জাতীয় অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণবিষয়ক আঞ্চলিক কর্মশালায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সরকারের আন্তরিক উদ্যোগ গবেষকদের ব্যাপক গবেষণার ফলে কৃষি ক্ষেত্রে যে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে তা আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষিমন্ত্রী দেশের চাহিদা মেটানোর লক্ষ্যে তেল জাতীয় অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধিতে আরো বেশি গবেষণায় এগিয়ে আসার জন্য কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত