সম্প্রতি পোষা অজগর নিয়ে সাগরে সার্ফিং করেছেন হিগর ফিউজা নামের এক অস্ট্রেলীয় নাগরিক। রেনবো উপসাগরের নীল জলরাশি আর বিশাল বিশাল ঢেউ ভেঙে তাদের সার্ফিংয়ের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। রাতারাতি হিগর ও তার প্রিয় অজগর ‘শিবা’ হয়ে ওঠে সেলিব্রিটি। যদিও শেষ পর্যন্ত তাদের এই সাময়িক তারকাখ্যাতিই কাল হয়। খবর বিবিসি। হিগর ফিউজা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা। অজগর নিয়ে তার সার্ফিংয়ের ভিডিও নজরে আসতেই তদন্তের পর তাকে প্রায় দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করেছে কুইন্সল্যান্ড পরিবেশ ও বিজ্ঞান বিভাগ। এক বিবৃতিতে বন্যপ্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড বলেছেন, জনসমক্ষে নিয়ে যাওয়ায় সাপটি আতঙ্কিত হয়ে মানুষের ক্ষতি করতে পারত। এছাড়া এ ধরনের ঘটনা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। তিনি বলেন, সাপ ঠান্ডা রক্তের প্রাণী। তাই তারা সাধারণত পানি এড়িয়ে চলে। অজগরের কাছে সাগরের পানি অত্যন্ত ঠান্ডা মনে হতে পারত। সাগরে শুধু সামুদ্রিক সাপই থাকা উচিত। এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে হুমকি দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য প্রাণীতে অজগরের রোগ ছড়ানোর শঙ্কা রয়েছে বলেও জানান জোনাথন। এর আগে হিগর ফিউজা স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, তার পোষা অজগর শিবা পানি অনেক পছন্দ করে। তিনি সাপটিকে নিয়ে এর আগে অন্তত ১০ বার সার্ফ করেছেন। তবে অজগর শিবাই রেনবো উপসাগরের গোল্ড কোস্ট সৈকতে প্রথম সার্ফিং করা প্রাণী নয়। এর আগে একটি হাঁসও সেখানে সার্ফ করেছিল।