ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন!

হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন!

ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে এখন ভিডিও দেখা খুবই ধৈর্যের ব্যাপার। কারণ, যেকোনো ভিডিওতে একাধিক বিজ্ঞাপন দেখতে হয় ব্যবহারকারীদের। এবার হোয়াটসঅ্যাপেও হয়তো সেই সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে জানা যায়, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে বড় পরিবর্তন! তবে এবার আর কোনো ফিচার নয়। হোয়াটসঅ্যাপ তার চ্যাট স্ক্রিনে বিজ্ঞাপন আনার ব্যবস্থা করছে। তারই কাজ চলছে। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন বেশ জনপ্রিয়। তাই এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানো কতটা কার্যকরী হবে তা নিয়ে চলছে সমালোচনা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করে চলেছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। ভবিষ্যতে তা আরো বাড়বে বলে আশা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে সংস্থাটি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার আয় বাড়িয়ে নিতে চাইছে। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট, গত শুক্রবার তার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, এই রিপোর্ট মিথ্যা, তারা এমন কিছুই করছেন না। যদিও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এখনই বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে না বলে দাবি করলেও ভবিষ্যতে মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেখানো হতেই পারে, সেই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত