ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিসিইউ-কেবিন

আনা-নেয়ার মধ্যে রয়েছেন খালেদা জিয়া

আনা-নেয়ার মধ্যে রয়েছেন খালেদা জিয়া

ক্রমাগতভাবে শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্যে থাকায় সিসিইউ ও কেবিনে আনা-নেয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হলেও বিকাল সোয়া ৪টায় তাকে আবারও কেবিনে ফেরানো হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল স্টাফসূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দুপুর ১২টার দিকে সিসিইউতে নেওয়ার পর সেখানে দুই ঘণ্টা রাখা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এর আগে দুপুরে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর কয়েকদিন আগেও খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত