শাহ আমানতে যাত্রীর কুকারে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর রাইস কুকার থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের এক কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় এগুলো উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমস হাউসের কর্মকর্তারা। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে। এ ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ স্বর্ণ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার-জি-৯৫২৬ নম্বরের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ আলী। তাকে সন্দেহ হলে তার মালামাল তল্লাশি করা হয়। তার ব্যাগেজ কেটে একটি রাইস কুকার পাওয়া যায়। যার মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।