ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

এক পেঁয়াজের ওজন ৯ কেজি!

এক পেঁয়াজের ওজন ৯ কেজি!

এক পেঁয়াজের ওজন ৯ কেজি! এমন একটি পেঁয়াজ নিয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শোতে উপস্থিত হয়েছেন গ্যারেথ গ্রিফিন নামের এক কৃষক। খুব শিগগিরই সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজের স্বীকৃতি পেতে যাচ্ছে এটি। গিনেসে এর আগে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের রেকর্ড ছিল সাড়ে আট কেজি ওজনের একটি পেঁয়াজের। হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো কর্তৃপক্ষ জানায়, গ্রিফিনের পেঁয়াজটির ওজন ১৯ দশমিক ৭৭ পাউন্ড, অর্থাৎ ৮ দশমিক ৬৭ কেজি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত