মির্জা ফখরুল
এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাস্তায় নেমেছি, আমরা পদযাত্রা করেছি, রোড মার্চ করছি; জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। দেশে কোনো নির্বাচনের পরিবেশ নিই। এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গতকাল শুক্রবার রাজধানীর আবদুল্লাহপুর পলওয়েল সুপার মার্কেটের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ। এদিকে গতকাল বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে একই দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে অপর এক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা রুখে দাঁড়িয়েছি।
তিনি বলেন, চাল-ডাল-চিনিসহ এমন কিছু নেই যার দাম বাড়েনি। ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে, অথচ সরকারের কোনো ভ্রƒক্ষেপ নেই। জনগণের প্রতি এদের কোনো মায়া-মমতা নেই।