ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লাগেজের ভেতর মিলল লাশের আট টুকরো

লাগেজের ভেতর মিলল লাশের আট টুকরো

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বড় লাগেজের ভেতর আট টুকরো করা একটি মরদেহ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। আনুমানিক ৫০ বছর বয়সি মরদেহটি পুরুষের বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। মরদেহের পরিচয় গতকাল বিকাল পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। তবে পরিচয় উদ্ঘাটনের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, প্রথমে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পাই। খবর পেয়ে খণ্ডিত মরদেহ ভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে লাগেজের ভেতরে ওই মরদেহের মাথাসহ কিছু অংশ নেই। ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর মরদেহটি টুকরো করে এখানে ফেলেছে। লাগেজে মরদেহের যে অংশগুলো নেই সেগুলা অন্য কোথাও ফেলা হয়েছে।

ওসি বলেন, থানা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরো বেশ কিছু সংস্থা কাজ করছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু-উদ্ঘাটনে সহজ হবে। তবে মরদেহটি পুরুষের। তার বয়স ৫০ এর মধ্যে হবে। পুলিশ পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত