ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালী রেলগেটের সামনে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশু নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৬টায় কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই তিন শিশুর মৃত্যু হয়। তবে প্রথমিকভাবে তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন মহাখালী দিয়ে যাচ্ছিল। এ সময় তিন শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। পরে প্রত্যেক্ষদর্শীরা ট্রেন আসা দেখে সতর্ক করলেও তারা দৌড়াচ্ছিল। পরে ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনজনের মহরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি ফেরদৌস আহমেদ আরো জানান, তিন শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা কেউ না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত