ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নয়াপল্টনের সমাবেশে ফখরুল

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশ তিনি এ দাবি জানান।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারকেই সেই উদ্যোগ নিতে হবে।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি বিশৃঙ্খলা করে না। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রকে উদ্ধার করতে হবে, পিছু হটার সুযোগ নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপিকে ধ্বংস করতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের যৌথ সঞ্চালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত