ঢাবি উপাচার্য
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও স্মার্ট গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেছেন, সব ধরনের প্রতিকূলতা, হতাশা ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তাদের দক্ষতা অর্জন করতে হবে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিজনেস স্টাডিজ অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া, অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে এবং আগামী দিনে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, আর্থিক সংকট নিরসন, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ প্রদানসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন কর্ম উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সহপাঠী ও শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। ক্যাম্পাসের বৈচিত্র্যময় প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ের দর্শন, মূল্যবোধ এবং ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার কাজে শিক্ষার্থীরা ভূমিকা রাখাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।