বর্ষার কারণে কাজ বন্ধ

আশুলিয়ায় দুই সড়কের বেহাল অবস্থা : দুর্ভোগে লাখো মানুষ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শিল্পাঞ্চল আশুলিয়ার দুটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় অবস্থা এতটাই নাজুক হয় যে, হেঁটে চলাও দায় হয়ে দাঁড়ায়। কোথাও কোথাও জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়। কবিরপুর-বাইদগাঁও সড়ক ও বিশমাইল-জিরবো সড়কের কুটুরিয়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়ক দুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চরম দুর্ভোগ সহ্য করেই চলাচল করতে হচ্ছে লাখো মানুষকে। তবে উপজেলা প্রকৌশলী বলছেন বর্ষার কারণে কাজ বন্ধ রয়েছে। বর্ষা মৌসুম চলে গেলেই পুনরায় কাজ শুরু হবে।

সরেজমিন কবিরপুর-বাইদগাঁও সড়কে গিয়ে জানা যায়, এই সড়টির কবিরপুর থেকে তেলি বাজার পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই অংশে প্রায় সারা বছরই পানি জমে থাকে। ফলে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কের পাশেই গড়ে উঠেছে অনেক শিল্প-কারখানা। শিল্প-কারখানাগুলোতে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে শিল্প মালিকদের। রাস্তার উভয় পাশে বাড়ি বা মার্কেট নির্মাণের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছে। রাস্তার পাশের ড্রেন না থাকায় বিভিন্ন বাসাবাড়ির পানি সরাসরি সড়কে এসে পড়ছে। এতে সড়কে প্রতিনিয়ত পানি জমে থাকছে। ফলে চলাচলে আরো অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

এছাড়া এই সড়কের উভয় পাশে শিল্প-কারখানার পাশাপাশি রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিল্প কারখানার হাজার হাজার শ্রমিকদের পাশাপাশি চলাচল করে শিক্ষার্থী-সহ স্থানীয় জনসাধারণ। সড়কে পানি জমে থাকার কারণে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনও ঠিকমতো চলাচল করতে পারে না। অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। আবার প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, সড়কটির সংস্কারের জন্য কাজ ধরা হলেও রহস্যজনক কারণে কাজ শেষ না করেই দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। কি কারণে বন্ধ রাখা হয়েছে, তা জানা নেই কারো। ফলে চরম ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই তাদের চলাচল করতে হচ্ছে।

এদিকে, আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের বিশমাইল থেকে কুটুরিয়া পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই। সড়কের বিভিন্ন স্থানে খনাখন্দকের সৃষ্টি হয়ে তাতে পানি জমে থাকছে। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলরত লাখো মানুষ।

এই সড়কে চলাচলরত মানুষজন জানান, দীর্ঘদিন ধরে প্রায় ২ কিলোমিটার দূরত্বের এই জায়গাটুকুত্ব কাজ না করেই ঠিকাদার চলে গেছে। আর যত দুর্ভোগ এ এলাকায় বসবাসরত মানুষের। তবে গেল জুন মাসেই এই সড়কের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি কাজ।

বিশমাইল-জিরাবো সড়ক সম্পর্কে এ অঞ্চলে বসবাসকারী আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু বলেন, সড়কটি সংস্কারের কাজ পায় এসএন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু সড়কের সম্পূর্ণ কাজ শেষ না করেই চলে গেছে। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। কুটুরিয়া থেকে বিশমাইল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যেই এই অংশের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কবিরপুর-বাইদগাঁও সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। কাজও শুরু করেছিল, কিন্তু হঠাৎ কাজ কেন বন্ধ রাখা হয়েছে জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সাভার উপজেলা নির্বাহী প্রকৌশলী তরুন কুমার বৈদ্য জানান, বিশমাইল-জিরাবো সড়কটির ২০০ মিটার দূরত্ব আরসিসি ঢালাই এবং বাকিটুকু বিটুমিন দিয়ে নির্মাণ করা হবে। চলতি বছরের জুন মাসেই কাজ শেষ হওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে বর্তমানে ওই সড়কের কাজ বন্ধ রয়েছে। শিগগিরই বাকি কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।