সুসংবাদ প্রতিদিন

বরিশালে মাল্টা চাষে লাখ টাকা আয়ের সম্ভাবনা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বরিশালে এখন বিদেশি ফল মাল্টা চাষ হচ্ছে। শুধু তাই নয় একদিকে যেমন বাড়ছে এর আবাদি জমির পরিমাণ তেমনি বাড়ছে এর মাল্টার উৎপাদন। বেশি লাভবান হওয়ায় মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তবে দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে তাদের। বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে প্রথম মাল্টার বাগান করেন গুরুদাস ব্যানার্জী শ্যামল। তার বাগানে রয়েছে অর্ধশত মাল্টা গাছ। চারা রোপণের দুই বছর পর থেকেই পেতে শুরু করেন ফল। ৩ লাখ টাকা খরচ করে প্রায় ৮ লাখ টাকার ব্যবসা করেন তিনি এই বাগান থেকে। মাল্টা বাগানের স্বত্ত্বাধিকারী গুরুদাস ব্যানার্জী শ্যামল জানান, চারা রোপণের প্রথম দুই বছর পর প্রথমবার বাগান থেকে প্রায় ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এর পরের বছর বিক্রি করি ১ লাখ ৩৫ হাজার টাকা এবং তার পরের বছর ২ লাখ ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এভাবে প্রতি বছর এ বাগান থেকে মাল্টা বিক্রি করি। মাল্টা গাছ সাধারণত ৫ থেকে ৭ বছর ভালো ফলন দেয়। বরিশালে এ বছর প্রায় ২০০ একর জমিতে মাল্টা আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হয়েছে ৪০০ মেট্রিক টন মাল্টা; যা ২ বছর আগের চেয়ে ৭৫ মেট্রিক টন বেশি।