ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পর্যটন কেন্দগুলো মুখরিত

তিন দিনের ছুটিতে কোলাহলমুক্ত ঢাকা

তিন দিনের ছুটিতে কোলাহলমুক্ত ঢাকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা তিন দিন ছুটিতে সরকারি চাকরিজীবীরা।

এদিকে টানা তিন দিনের ছুটিতে অনেকে তাদের পরিবার-পরিজনের কাছে ছুটে গেছেন। আবার অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় চলে গেছেন। গতকাল রাজধানীর বিভিন্ন সরকারি অফিসে লোকজনের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা রাজধানী ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অফিসে গিয়েছেন, তারা জোহরের নামাজের বিরতির সময়ই অফিস ত্যাগ করেন। ফলে গতকাল বিকালের দিকে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, সদরঘাট নৌ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ছুটি শুরু হওয়ার আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রাখেন ভ্রমণপিপাসুরা। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক।

এদিকে কুয়াকাটা ও সিলেট ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠা পর্যটন কেন্দ্রগুলোতে আজ থেকে সব বয়সি মানুষের ভিড় নামবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত