ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

কম্পিউটার চালাচ্ছে হনুমান!

কম্পিউটার চালাচ্ছে হনুমান!

সব প্রাণীর মধ্যে মানুষকে অনুকরণে সবচেয়ে পটু বলা যায় বানর বা হনুমানকেই। এমনকি মানুষের বেশ কিছু স্বভাবের সঙ্গেও এদের কিছুটা মিল পাওয়া যায়। আজকের বিশ্বে মানুষ যখন ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, মনে হচ্ছে এসব প্রাণীও সেগুলো অনুসরণ করার চেষ্টা করছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি অফিসের কম্পিউটারে বসে মানুষের মতোই কাজ করছে বানর। ফেসবুকে শেয়ার হওয়া একটি ছোট ভিডিওটিতে দেখা গেছে, একটি হনুমান কম্পিউটারের সামনে বসে কাজ করছে। পাশে কিছু কাগজপত্র বাতাসে উড়ছে আর সে খুব মনোযোগ দিয়ে কি-বোর্ডে কিছু টাইপ করছে। মানুষ যেভাবে কম্পিউটারে টাইপ করে ঠিক সেভাবেই কাজ করতে দেখা গেছে তাকে।

ওই ভিডিওর পোস্টে লেখা হয়েছে- এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনের তদন্ত অফিসে। যদিও ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি। নথিপত্রে ভরা একটি কক্ষের চেয়ারে বসে হনুমানের এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন সেখানকার লোকজন। প্রথম দেখায় যে কারো মনে হবে, সে কম্পিউটারে কিছু লিখছে। হনুমানটি কীভাবে কাজ করছে, তা দেখতে আগ্রহী মানুষ ভিড় করছিল এবং তারা এর এমন কাণ্ড দেখে হাসাহাসি করছিল। তবে তার এমন কর্মকাণ্ডের বেশ প্রশংসাও করেছেন অনেকেই। ওই ভিডিওটি শেয়ার হতেই লাইক, কমেন্ট করেছেন অনেকেই। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন, কেউ কেউ বেশ মজার কমেন্টও করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত