বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষায়িত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে তাকে বিদেশে যেতে অনুমতি দেবে। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গঠনের দাবিতে মহিলা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানো ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। মহাসচিব বলেন, খালেদা জিয়া দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অবিলম্বে তাকে বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা দরকার।
মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।