বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের রং
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মের রং সবুজ ছিল এতদিন। শুরু থেকেই সবুজ রঙে ব্র্যান্ডিং করেছে হোয়াটসঅ্যাপ। এবার রং বদলাচ্ছে। নতুন রং ছাড়াও ফিচারে বেশ কিছু পরিবর্তন আসছে। হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার এনে হাজির করছে। এত পরিবর্তনের মধ্যে হোয়াটসঅ্যাপ শিগগিরই অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য তার ইন্টারফেসের ডিজাইন পাল্টাতে চলেছে। এই পরিবর্তনে হোয়াটসঅ্যাপের ডিজাইনের পাশাপাশি রংও বদলে যাবে। অর্থাৎ বহু বছর ধরে যে সবুজ রংটি দেখে আসছেন, সেটি এবার আর থাকবে না। এছাড়াও মেটা হোয়াটসঅ্যাপের কিছু মেনুতেও পরিবর্তন করতে পারে। বোঝাই যাচ্ছে, কোম্পানিটি এবার একসঙ্গে অনেক কিছু উপহার দিতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্রেকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো থেকে একটি শেয়ার করা স্ক্রিনশট অনুসারে, হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের ইউআইতে পরিবর্তন আনবে। হোয়াটসঅ্যাপের নিচে স্ট্যাটাস, চ্যাট এবং অন্যান্য ট্যাবের মতো নেভিগেশন বার রাখা হবে। অর্থাৎ এখন যেগুলো অ্যাপের উপরে রয়েছে। তা নিচে চলে আসবে। এছাড়াও, অ্যাপের উপরের অংশ থেকে সবুজ রং সরানো হবে। তারমানে বুঝতেই পারছেন, একেবারেই নতুন রূপ নেবে অ্যাপটি। হোয়াটসঅ্যাপের সবুজ রং কী বদলে যাবে? প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ রংটি পুরোপুরি পাল্টে যাবে না। তবে আগের তুলনায় হালকা সবুজ হবে। সেই সঙ্গে অ্যানড্রয়েড অ্যাপের নিচে লেখা হোয়াটসঅ্যাপ লেখাটি বদলে সবুজ হয়ে যাবে। মেসেজ অপশনটি ডানদিকে নিচের দিকে সরানো হবে। এছাড়াও, কিছু ফিল্টার অপশন অ্যাড করা হবে, যা উপরে দেখা যাবে। এই ফিল্টারগুলোর মাধ্যমে আপনি সহজেই যেকোনো কারও মেসেজ খুঁজে পাবেন। স্পেস ফিল্টারের অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করলেই অ্যাপটি সবুজ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের উপরে একটি প্রোফাইল আইকনও যুক্ত করা হয়েছে। উপরের দিকে সার্চ বার আইকনের পাশাপাশি একটি ক্যামেরা আইকনও থাকবে, যেমনটা আগে ছিল। অর্থাৎ এতে কোনও পরিবর্তন করা হবে না। হোয়াটসঅ্যাপের নতুন এই ডিজাইন অ্যানড্রয়েড বেটা সংস্করণ ২.২৩.১৩.১৬-তে দেওয়া হয়েছে। নতুন ইউআই ফিচারটি আপাতত সেই ব্যবহারকারীরাই পাবেন। তবে খুব শিগগিরই সবার জন্য আনা হবে। তবে যখন সব পরিবর্তন বিটা সংস্করণে চলে আসবে, তখনই সেগুলি হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।