ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে ধানখেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টেকনাফে ধানখেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ধান খেত থেকে এক স্কুল শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নিহত শিক্ষার্থীর নাম মো. ওমর সাদেক (৮)। সে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও উত্তরপাড়ার বাসিন্দা সব্বির আহমদের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন বরফ কলের পার্শ্ববর্তী ধান খেত থেকে রক্তাক্ত অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু। নিহত শিক্ষার্থী ওমর সাদেকের বড় খালাম্মা ছেনোয়ারা বেগমের বরাত দিয়ে ইউপি সদস্য রেজাউল করিম বলেন, গত শুক্রবার দুপুরের দিকে প্রতিদিনের মতো চার-পাঁচটি ছাগল বেড়িবাঁধ এলাকায় চড়াতে নিয়ে যান ওমর সাদেক। বিকেলের দিকে ওমর সাদেকের বড় ভাই মো. ফারুক জালিয়াপাড়া যাওয়ার সময় ছাগলসহ সাদেককে বেড়িবাঁধ এলাকায় বসে থাকতে দেখেন। ফারুক জাল থেকে মাছ নিয়ে ঘরে ফেরার সময় বেড়িবাঁধের উপরে ছাগলগুলো দেখতে পেলে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন।

তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওমর সাদেক বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করে কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এরপর নিকটাত্মীয়-স্বজনরা মিলে ছাগল চড়ানো ওই এলাকায় খোঁজাখুঁজি করলে বরফ কলের পার্শ্ববর্তী ধান কেটে রক্তাক্ত অবস্থায় শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত