বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিউইয়র্ক শহর
জরুরি অবস্থা ঘোষণা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত। আর সেই বৃষ্টিপাত থেকেই নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। কোমর সমান পানিতে ডুবে গেছে শহরের কোনো কোনো এলাকা। অচল হয়ে গেছে শহরের কয়েকটি সাবওয়ে ও বিমানবন্দর। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্কাই নিউজের প্রতিবেদন মতে, স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে। এর প্রভাবে এদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাট রাজ্যের কিছু অংশে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক গভর্নর ক্যাথি হচুল জানান, কিছু এলাকায় রাতারাতি ১৩ সেমি. (পাঁচ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ব্রুকলিন শহরের কিছু অংশে এক রাতেই ১৮ দশমিক ৪১ সেমি. বৃষ্টিপাত হয়েছে। বন্যায় সবচেয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে নিউইয়র্ক মেট্রোপলিটান এলাকায়। পানি ঢুকে বেশ কয়েকটি সাবওয়ে তথা মেট্রোরেল অচল হয়ে গেছে। এমনকি মহাসড়কগুলোও কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার বাস-ট্রাক রাস্তায় স্থির দাঁড়িয়ে আছে। অসংখ্য প্রাইভেট কার পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নিউইয়র্কের ব্যস্ততম বিমানবন্দর লাগার্ডিয়ান। জন এফ কেনেডি বলেন, বিমানবন্দরে ২১ দশমিক ৯৭ সেমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকাকে একটি চমকপ্রদ ধাক্কা দিয়ে ঢেকে দিয়েছে, বেশ কয়েকটি পাতাল রেল এবং কমিউটার রেললাইন ছিটকে দিয়েছে, মহাসড়কে চালকদের আটকে রেখেছে, বেসমেন্টে প্লাবিত হয়েছে এবং কয়েক দশকের মধ্যে শহরের সবচেয়ে ভেজা দিনে কয়েক ঘণ্টা ধরে লাগার্দিয়া বিমানবন্দরের টার্মিনাল বন্ধ করে দিয়েছে। নিউইয়র্ক শহরের বড় একটি অংশই বৃষ্টিতে তলিয়ে গেছে। বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। তলিয়ে গেছে ফুটপাত। বৃষ্টি না কমায় পানি নামতে পারছে না। সবচেয়ে বেশি ক্ষতির শিকার এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়িকে পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশিরভাগ এলাকায় গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জেচারি ইসকল শুক্রবার বলেন, গত দুই বছরের মধ্যে শুক্রবার ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন। এই পরিস্থিতি আবহাওয়ার প্রতি গভীর মনোযোগ দিতে এবং আবহাওয়া নিয়ে আরো সতর্ক হতে ইঙ্গিত করে। এটা এখন আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই। নিউইয়র্কে সবশেষ এমন বৃষ্টিপাত হয়েছিল এখন থেকে দুই বছর আগে। ২০২১ সালের আগস্টে হারিকেন ইডা নামে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। তার প্রভাবে ভারি বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানিতে ডুবে যায় নিউইয়র্কের অনেক এলাকা। শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন। তবে এবার এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।