মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৯ জন নিহত

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর তামাউলিপাসে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন কমপক্ষে ৩০ জন। আহত ১০ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো ও পুলিশ জানিয়েছে, গত রোববার বিকালে উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। তখন ভেতরে শিশুসহ কমপক্ষে ১০০ জন ছিলেন। ভেতরে এখনো শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি বিভাগ। সামাজিক মাধ্যমে কিছু ছবিতে দেখা গেছে, গির্জার আশপাশে অনেক লোকজনের ভিড়। কেউ কেউ ধ্বংসস্তূপে প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন। ঘটনাস্থলে ভিড় কমাতে উৎসুক জনতার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ, আটকে থাকাদের মধ্যে কেউ শব্দ করলে যেন স্পষ্ট শোনা যায়। সেজন্য সবাইকে নীরব থাকতে অনুরোধ জানানো হয়েছে। কীভাবে ধসের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। অতিরিক্ত লোকজন ও ভবনটির ভিত্তির দুর্বলতার কারণে এমনটা হতে পারে।