চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত এক উপ-পরিচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। নিহত দুদকের সাবেক ওই উপ-পরিচালকের নাম এসএম শহীদুল্লাহ (৬৭)। এসএম শহীদল্লাহর ছেলে নাফিজ শহীদ বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে চানগাঁও থানার দুই এএসআই (সহকারী উপ-পরিদর্শক) তার বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে তারা জানতে পারেন, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে নিয়ে যাওয়ার সময় তার বাবা পুরোপুরি সুস্থ ছিলেন। আর থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। এটা হত্যাকাণ্ড। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বাবাকে থানায় নিয়ে যাওয়ার পর তারা ওষুধ দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ দিতে দেয়নি। নাফিজ শহীদের অভিযোগ, হৃদরোগীকে ওষুধ দিতে না দেওয়াও এক ধরনের নির্যাতন এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দিতে হবে।
এ ব্যাপারে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর দুদকের ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথমে আমার কক্ষে আনা হয়। তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে ওষুধ দেন। কিন্তু অবস্থার অবনতি হলে পুলিশ ও পরিবারের লোকজন দ্রুত তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।