কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তে গুগলের নতুন টুল

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এবার নতুন টুল এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি বিভিন্ন ছবি শনাক্তে এসব টুল কাজ করবে। সিনথআইডি নামের টুলটি এআই দিয়ে অর্থাৎ কম্পিউটারে তৈরি বাস্তবসম্মত কৃত্রিম ছবি ও শিল্পকর্ম শনাক্তে সাহায্য করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে টুলটি গুগল ক্লাউড গ্রাহক ব্যবহার করতে পারবেন। এই টুলটি এআইয়ের তৈরি ছবির ভেতরে ডিজিটাল জলছাপ অ্যাম্বেড (ঢুকিয়ে দেয়) করে যা খালি চোখে দেখা যায় না। ফলে ছবির রং পরিবর্তন বা ক্রপ করা হলেও তা গুগলের টুলটি দিয়েই সহজে শনাক্ত করা যায়। টেক্সট থেকে ছবি তৈরির একটি নতুন মডেল হলো- ইমাজেন। বর্তমানে এই মডেলটি ব্যবহার করে সিনথআইডির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। সাধারণ ছবিতে যে জলছাপ থাকে তা খালি চোখে দেখা যায়। তবে সিনথআইডি ছবির পিক্সেল ডেটার ভেতরে ডিজিটাল জলছাপ সরাসরি এম্বেড করে। এই ডিজিটাল জলছাপ খালি চোখে দেখা যায় না। টুলটি এআইয়ের দুটি মডেলকে ব্যবহার করে। এ দুটিকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, আর আরেকটি তা শনাক্ত করে। গুগল এই মডেলগুলোকে জলছাপ অ্যাম্বেড করার জন্য অপ্টিমাইজ করেছে, যা আসল ছবির সঙ্গে যুক্ত থাকবে। টুলটি গুণমান বজায় রেখে ছবির পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যায়, এআই দিয়ে তৈরি ছবির বহু সম্পাদনার পরও সিনথআইডি ছবিগুলোকে শনাক্ত করতে পারে। যদিও অতিমাত্রায় এডিট করা ছবি শনাক্তের কোনো প্রতিশ্রুতি দেয়নি গুগল। তবে এইআইয়ের তৈরি কনটেন্টের দায়িত্বের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে টুলটি একটি নতুন প্রযুক্তিগত উপায় দেখিয়ে দেয়।