ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তিস্তায় জালে ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘাইর মাছ

বিক্রি হলো ৮০ হাজার টাকা
তিস্তায় জালে ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘাইর মাছ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটক করেছেন জেলেরা। ৮০ হাজার টাকায় বিক্রি হলো মাছটি। মাছটি একনজরে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। গতকাল সকালে তিস্তা নদীর কোলে মাছ ধরতে গেলে মহাসিনের জালে ধরা পড়ে ৭২ কেজি ওজনের বিশাল একটি বাঘাইর মাছ। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইর মাছটি তার জালে ধরা পড়ে। বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়। জেলে মহাসিন জানান, তিস্তায় পানি বাড়লে সকালে আমি মাছ ধরতে যাই। এ রসময় আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা আটক হয়। পরে মাছটি বাজারে নিয়ে গিয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত