মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যে ডরর্থি হফনার নামে ১০৪ বছর বয়সি নারী বিমান থেকে স্কাইড্রাইভিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। জানা গেছে, হফনারের বয়স যখন শতক অতিক্রম করে, তখন তিনি প্রথম স্কাইড্রাইভিং করেন। এবার তিনি ১৩ হাজার ৫০০ ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন। মাত্র সাত মিনিটে তিনি মাটি স্পর্শ করেন। হফনার বলেন, যখন বিমানটি মাটি থেকে উপরে ওঠে, তখন আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল। কোনো ধরনের ভয় ছিল না। বিমানের দরজা খোলার পরই আমরা ঝাঁপিয়ে পড়ি। তবে এখানেই তিনি থেমে থাকতে চান না। আগামী ডিসেম্বর তার ১০৫ বছর পূর্ণ হবে। তখন তিনি হট এয়ার বেলুন থেকে স্কাইড্রাইভিং করার আগ্রহ প্রকাশ করেছেন। এটাও তার স্বপ্নের মধ্যে একটি বলে জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের মে মাসে বয়স্কো নারী হিসেবে স্কাইড্রাইভিং করে সুইডেনের লিনিয়া ইনগেগার্ড লারসন। তার বয়স ছিল ১০৩ বছর।