ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে দখলমুক্ত অভিযান

শতাধিক স্থাপনা উচ্ছেদ

শতাধিক স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল একটি চক্র। এই চক্রের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমেছে কক্সবাজার পৌর প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই অভিযান শুরু করা হয়।

অভিযানের প্রথম দিনে মাত্র ২ ঘণ্টায় উচ্ছেদ করা হয়েছে শতাধিক স্থাপনা। একই সঙ্গে রাস্তায় অবৈধ পার্কিং করা অর্ধ-শত মোটর সাইকেল জব্দ করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণের কেন্দ্রিয় জামে মসজিদ সড়ক হয়ে এই অভিযান শুরু করেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ। অভিযানটি হাসপাতালের মোড় হয়ে ভোলাবাবুর পেট্রলপাম্প, পুরাতন পান বাজার সড়ক, কৃষি অফিস সড়ক হয়ে প্রধান সড়কের ফজল মাকের্ট এলাকা গিয়ে শেষ করা হয় বেলা দেড়টার দিকে। এই ২ ঘণ্টার অভিযানে ফুটপাত দখল করে স্থাপনা করে দোকান পরিচালনা করা শতাধিক স্থাপনা সরিয়ে নেয়া হয়। একই সঙ্গে হাসপাতাল মোড়ের বেসরকারি ক্লিনিক সংলগ্ন সড়কে অবৈধভাবে পাকিং করা অর্ধশত মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, মিজানুর রহমান ও এহেসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ পরে হলেও পৌর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত