ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শরতের বৃষ্টিতে করণীয়

শরতের বৃষ্টিতে করণীয়

চলছে শরৎকাল। তবে প্রকৃতি বলছে ভিন্ন কথা। দিনের শুরুটা ঝলমলে রোদ্দুর দিয়ে হলেও, হুট করে আকাশে দেখা যায় মেঘের ঘনঘটা। এই কড়া রোদ তো এই বৃষ্টি। প্রকৃতি যেন এক রহস্যময় খেলায় মেতে উঠেছে। বাসা থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর বৃষ্টি শুরু হলে মহাবিপদ। বৃষ্টি তো আর বলে কয়ে আসে না। তাই এই সময়ের জন্য আগাম প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন জেনে নিই হুটহাট বৃষ্টি মোকাবিলায় কী কী করণীয়-

ছাতা : এই মৌসুমে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলের ছাতা। সবসময় এটি সঙ্গে রাখতে হবে। এর কোনো বিকল্প নেই। বৃষ্টি আসলে মাথার ওপর ছাতা ধরা চাই। উপযোগী পোশাক পরুন : রোদণ্ডবৃষ্টি উভয় উপযোগী পোশাক পরতে হবে এ সময়। মোটা কাপড়ের তুলনায় হালকা কাপড় এক্ষেত্রে সহজ সমাধান। ভিজলেও শুঁকাতে সময় লাগে না, আবার রোদের তাপেও হালকা কাপড় আরামদায়ক হবে। সুতি কাপড়ের বদলে তাই সিল্ক কিংবা জর্জেট কাপড়ের বেশ চাহিদা দেখা যায় এ সময়।

ওয়াটারপ্রুফ ব্যাগ : ব্যাগ নির্বাচনে ওয়াটারপ্রুফ ব্যাগ বাছাই করুন যাতে যখন তখন বৃষ্টি নামলেও প্রয়োজনীয় জিনিসপত্র না ভিজে। ওয়াটার প্রুফ ব্যাগ না থাকলে বাড়তি একটি পলি-ব্যাগ রাখুন। হঠাৎ বৃষ্টি নামলে মোবাইল ফোন, ইয়ার-প্লাগ, পাওয়ার ব্যাংক, টাকা ইত্যাদি যেন ভিজে যাওয়া থেকে রক্ষা পায়।

জুতা : বৃষ্টির পানিতে কাপড় বা চামড়ার জুতা ব্যবহার না করাই শ্রেয়। পানি উপযোগী প্লাস্টিকের অথবা রাবারের স্যান্ডেল ব্যবহার করলে বৃষ্টিতেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। যারা রাবারের স্যান্ডেল ব্যবহার করেন তাদের বেশিদিন পুরোনো স্যান্ডেল না পরাই ভালো। অন্যথায় পিছলে পড়ার আশঙ্কা থাকবে। আরও কিছু : শরীর ভিজে গেলে চটজলদি মুছে নেওয়ার জন্য ব্যাগে ছোট তোয়ালে রাখতে পারেন। অফিসে ব্যবহারের জন্য একজোড়া বাড়তি স্যান্ডেল ও সম্ভব হলে বাড়তি পোশাক রাখুন। কাকভেজা হয়ে গেলে যেন দ্রুত পালটে নিতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত