আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের টেমার গ্রাম

কাজ শেষ না করে বিল তুলে লাপাত্তা ঠিকাদার

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

জনগণের দুর্ভোগ লাঘবে সরকারি অর্থায়নে জনগুরুত্বপূর্ণ এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হলেও কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করেছে উপজেলা এলজিইডি অফিস। আর বিল তুলেই লাপাত্তা হয়েছেন ঠিকাদার। যে কারণে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে গ্রামীণ জনপদের ব্রিজ নির্মাণ, মেরামত ও উন্নয়ন (বিজিপি) প্রকল্পের আওতায় টেমার গ্রামে একটি ব্রিজ নির্মাণের জন্য ৫৭ লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারটি মেসার্স লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়ে ব্রিজের নির্মাণকাজ করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন। ২০২২-২৩ অর্থবছরে ব্রিজের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুন মাসে। কিন্তু ঠিকাদার ব্রিজ নির্মাণ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় ব্রিজটি কোনো কাজেই আসছে না। সরেজমিন দেখা গেছে, টেমার-সেরাল খালের ওপর নির্মিত ব্রিজের কাজ শেষ হলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো বিল উত্তোলন করে নিয়ে গেছেন ঠিকাদার। কিন্তু এ পর্যন্ত নির্মিত ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি এলাকাবাসীর এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

টেমার গ্রামের বাসিন্দা আনিচ সন্যামত বলেন, ঠিকাদার ব্রিজের কাজ শেষ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, কাজ শেষ না করেই ঠিকাদার পুরো বিল তুলে নিয়েছেন।

ফলে কাজ থমকে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এ ব্যাপারে ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন বলেন, আমাকে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ রাখতে বলেছেন। কারণ এখন বর্ষায় কাজ করলে রাস্তা ভেঙে পড়তে পারে। তবে কাজ শেষ হওয়ার আগেই পুরো বিল তুলে নিয়েছেন বলে তিনি (ঠিকাদার) স্বীকার করেছেন। উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার নির্দেশ দেওয়া হয়েছে।