সেমিনারে আমীর খসরু

শান্তিপূর্ণ উপায়ে সরকার ক্ষমতা ছাড়বে না

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই রাজপথেই ফয়সালা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ মিলনায়তনে এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভার্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর) আয়োজিত ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার সকল রাজনৈতিক দলের ঐক্যমতে হয়েছিল। এটা বাতিল করতে হলেও সকলের ঐক্যমতে বাতিল করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এককভাবে এটা বাতিল করেছে। এটা বাতিল করার তাদের অধিকার নাই। এ সময় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিএমে’র সভাপতি ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।