ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

ভাইরাল হতে গিয়ে গ্রেপ্তার!

ভাইরাল হতে গিয়ে গ্রেপ্তার!

কখনো কি শুনেছেন, বাতাসে রুপি উড়ছে ও যে যেভাবে পারছে কুড়িয়ে নিচ্ছে? জি, হ্যাঁ। ঠিক এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল রাজস্থানের জয়পুর শহরের মালভিয়া নগর এলাকার এক বিপণিবিতাণের বাইরে। আলো ঝলমলে বিপণিবিতান। স্বাভাবিকভাবেই রয়েছে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক আনাগোনা। এর মধ্যে হুলুস্থূল পড়ে যায় বাইরে। কারণ বাইরে বাতাসে উড়ছে রুপি। বিপণিবিতানের বাইরে একটি প্রাইভেট কারের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি আকাশে রুপি ছড়িয়ে দিচ্ছিলেন। তার হাতে ছিল ২০ রুপির একগাদা নোট। ওই ব্যক্তির পরনে ছিল লাল পোশাক। মুখ ঢেকে রেখেছিলেন মাস্ক দিয়ে। অপরাধী চক্রের গল্প নিয়ে তৈরি আলোচিত ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’র এক বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে সেই রকম পোশাক পরে এই আয়োজন করেছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল তৈরি করবেন বলেই এত প্রস্তুতি তার। কিন্তু রিল তৈরি না হলেও ভাইরাল হয়ে গেছে এই ঘটনার ভিডিও। এমনকি গ্রেপ্তারও হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ কর্মকর্তা জ্ঞানচন্দ্র যাদব বলেন, ‘অজয় শর্মা নামের অভিযুক্ত এই ব্যক্তি জয়পুরের প্রতাপ নগরের একজন বাসিন্দা।’ তিনি দাবি করেন, ‘নোটগুলো জাল।’ তিনি আরও বলেন, ‘ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তির অবস্থান শনাক্তের তদন্ত শুরু হয়। প্রথমে তিনি যে গাড়িটির ওপর দাঁড়িয়েছিলেন সেটির নিবন্ধন নম্বর বের করে গাড়িটি শনাক্ত করা হয়। এরপর অভিযুক্তকে তলব করে স্থানীয় পুলিশ।’ ইন্ডিয়া টুডে জানায়, গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে শান্তি বিনষ্ট ও মোটর পরিবহন আইন লঙ্ঘনের মামলা করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি যে গাড়ির ওপর দাঁড়িয়েছিলেন সেটির নিবন্ধন নম্বর বের করে গাড়িটি শনাক্ত করা হয়। গত মঙ্গলবার গাড়িটি জব্দ করা ও তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শান্তি বিনষ্ট ও মোটর পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটিতে লোকজন রুপিগুলো ধরতে ছুটে এলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানায় স্থানীয় প্রশাসন। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জয়পুর পুলিশ দুটি ছবি পোস্ট করে। একটি হচ্ছে মাস্ক পরিহিত এক ব্যক্তি রুপি ছড়াচ্ছেন ও আরেকটিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। ছবি দুটির ক্যাপশনে বলা হয়, ‘জয়পুরে যে ব্যক্তি একটি প্রাইভেট কারের ওপর দাঁড়িয়ে রুপি ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি পাওয়ার চেষ্টা করেছিলেন, ৩ অক্টোবর গ্রেপ্তার হয়েছেন তিনি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত