ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লা সার্কিট হাউজ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সার্কিট হাউজ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সার্কিট হাউসের ছয়তলাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সার্কিট হাউস প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পুলিশ প্রশাসন, কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তা, জেলা-মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে এই ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ভবনটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭০০ টাকা। ছয় তলাবিশিষ্ট এই ভবনে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি অ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেসিয়াম, নামাজের ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত