ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আফ্রিকায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠক শুরু

আফ্রিকায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠক শুরু

ঋণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আরো বেশি পরিমাণে সাহায্য করার জন্য সংস্কারের চাপে ৫০ বছরের মধ্যে আফ্রিকার মাটিতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের প্রথম বার্ষিক বৈঠকের জন্য গতকাল সোমবার মরক্কোতে জড়ো হন বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক ঐতিহ্যগতভাবে প্রতি ৩ বছরে তাদের ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে।

২০২১ সালে দক্ষিণ মরক্কোর শহর মারাকেশ এটি আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সমাবেশটি দুবার স্থগিত করা হয়েছিল। গত মাসে মারাকেশের দক্ষিণে অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩ হাজার লোকের প্রাণহানি ঘটেছিল। আইএমএফ এবং বিশ্বব্যাংক সর্বশেষ ১৯৭৩ সালে আফ্রিকায় তাদের মিটিং করেছিল, যখন কেনিয়া অনুষ্ঠানটি আয়োজন করেছিল এবং কিছু দেশ তখনও ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।

অর্ধ শতাব্দী পরে, মহাদেশটি সংঘাত থেকে শুরু করে সামরিক অভ্যুত্থান থেকে নিরবচ্ছিন্ন দারিদ্র্য থেকে প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত সপ্তাহে আবিদজানে এক বক্তৃতায় বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে একটি সমৃদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য একটি সমৃদ্ধ আফ্রিকার প্রয়োজন।’ একটি প্রতীকী পদক্ষেপে, আইএমএফ এবং বিশ্বব্যাংক আফ্রিকাকে তাদের নির্বাহী বোর্ডে তৃতীয় আসন দেওয়ার জন্য প্রস্তুত, যা জর্জিয়েভা বলেছিলেন যে, মহাদেশটিকে ‘শক্তিশালী কণ্ঠস্বর’ দেবে।

মূল অবদানকারীরা মূলধন বৃদ্ধির পক্ষে নয় কারণ, এটি তাদের আরো তহবিল জমা করতে বাধ্য করবে এবং চীন ও ভারতের মতো উদীয়মান শক্তিগুলোর ওপর আরো বেশি প্রভাব ফেলবে।

যদিও বিশ্বব্যাংক ব্যালেন্স শিট পরিবর্তনের মাধ্যমে পরবর্তী দশকে ৫০ বিলিয়ন ডলার ঋণ প্রদানের পরিকল্পনা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ আরও এগিয়ে যেতে চান এবং উন্নত অর্থনীতির অবদানের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার বা ১২৫ বিলিয়ন ডলারের মতো সক্ষমতা বাড়াতে চান। তবে মারাকেশে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্বব্যাপী ঋণদাতারা তাদের কোটা পদ্ধতির সংস্কারের জন্য মিটিং ব্যবহার করতে পারে। কোটা, যা একটি দেশের অর্থনৈতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তারা আইএমএফকে কতটা তহবিল প্রদান করবে, তাদের ভোট দেওয়ার ক্ষমতা এবং তারা কতটা ঋণ পেতে পারে তা নির্ধারণ করে।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তন এবং ঋণের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে মানবাধিকার কর্মীরা মারাকেশে একটি পদযাত্রা করার পরিকল্পনা করছেন। এনজিওগুলো বলেছে, আইএমএফ এবং বিশ্বব্যাংকের দেওয়া কঠোরতা উন্নয়নশীল বিশ্বে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়াচ্ছে।

প্রচারণাকারীরা বলেছেন, বৈশ্বিক ঋণদাতাদের উচিত দরিদ্র দেশগুলোর ঋণ বাতিল করা এবং ধনীদের ওপর কর আরোপ করার পরিবর্তে মনোযোগ দেওয়া। অক্সফাম বলেছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর ৫৭ শতাংশকে আগামী ৫ বছরে মোট ২২৯ বিলিয়ন ডলার সরকারি ব্যয় কমাতে হবে।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, ‘বিশ্বব্যাংক এবং আইএমএফ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো একই পুরোনো ব্যর্থ বার্তা নিয়ে আফ্রিকায় ফিরে আসছে।’

বেহার বলেছিলেন ‘আইএমএফ দরিদ্র দেশগুলোকে ব্যয় কমিয়ে বৈষম্য ও দুর্ভোগের দিকে নিয়ে যাওয়ার জন্য ক্ষুধার্ত খাদ্যে বাধ্য করছে।’

অর্থনৈতিক জোটের সবচেয়ে বড় আসর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা শেষ হবে ১৫ অক্টোবর। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা সেখানে যোগ দিচ্ছেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ উপস্থাপন করা হবে এবং এতে বিনিয়োগ চাওয়া হবে।

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশ থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওই অংশ নিচ্ছে। এ বছর আইএমএফ-বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের আগ্রহের ফলে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ উপস্থাপন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এ প্ল্যানের মাধ্যমে প্রায় ৩ লাখ কোটি টাকার বিনিয়োগ আহ্বান করা হবে দাতা সংস্থাগুলোর কাছ থেকে। মোটা অঙ্কের এ বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও সহায়তার জন্য বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন দাতা সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি হিসেবে প্রণয়ন করা হয়েছে ডেল্টা প্ল্যান-২১০০। শতবর্ষের এ মহাপরিকল্পনার প্রথম ধাপ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ সময়ে ৮০টি প্রকল্পের আওতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮০০ কোটি টাকা।

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ৮০টি প্রকল্প ব্যয়ের অর্থের জোগান নিশ্চিত করতে প্রথম ধাপে ২০৩১ সালের জিডিপির ২ দশমিক ৫ শতাংশের সমান বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে সরকারি বিনিয়োগ জিডিপির ১ দশমিক ৫ শতাংশ, বেসরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় শূন্য দশমিক ৫ শতাংশ স্থির করা হয়েছে। ২০৩১ সালেও উল্লিখিত হারে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ডেল্টা প্ল্যানের প্রথম ধাপের ৮০টি প্রকল্পের মধ্যে রয়েছে ৬৫টি ভৌত অবকাঠামো এবং ১৫টি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও গবেষণা সংক্রান্ত। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রকল্পে ২ হাজার ৭৯৮ কোটি এবং নদী ব্যবস্থাপনায় ব্যয় করা হবে ৪৮ হাজার ২৬১ কোটি টাকা। এছাড়া নগর ও গ্রামে পানি সরবরাহে ৬৭ হাজার ১৫২ কোটি, নদীভাঙন রোধে ৬৮ হাজার ৮৭৯ কোটি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের জন্য ৫ হাজার ৯৮৬ কোটি এবং খরাপ্রবণ অঞ্চলের জন্য প্রকল্পে বরাদ্দ হচ্ছে ১৬ হাজার ৩১৪ কোটি টাকা। অন্যান্য প্রকল্পে বিনিয়োগ করার লক্ষ্য রয়েছে অবশিষ্ট ৮৮ হাজার ৪১০ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত