ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডিএনএ মেলেনি

সেই শিশুটির ‘জৈবিক পিতা’ বড় মনির নন

সেই শিশুটির ‘জৈবিক পিতা’ বড় মনির নন

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনটি উপস্থাপনের পর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ গতকাল এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের জানান, ওই কিশোরীর জন্ম দেয়া নবজাতকের ‘জৈবিক পিতা’ গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নয় বলে ডিএনএ পরীক্ষার রিপোর্টে এসেছে। ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকল এবং কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই।

বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে বড় মনিরের নামে ধর্ষণের অভিযোগে মামলা করে। দাখিল করা প্রতিবেদনে বড় মনির ‘নবজাতকের জৈবিক পিতা’ নয় বলে উঠে এসেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী (১৭) অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে ওই ভুক্তভোগীর সন্তান জন্ম হয়। মামলায় বড় মনিরের পাশাপাশি তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। এ মামলায় ১১ জুলাই বড় মনির হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। পরের দিন রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিনাদেশ স্থগিত করেন চেম্বার কোর্ট। সেই সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়। সেই অনুসারে প্রতিবেদন দাখিল করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত