সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসতাপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে অংশ নিলেন হাসপাতাল ব্যবস্থা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের চিকিৎসা ও সুস্থ হওয়ার জায়গা। এজন্য সবার আগে ভালো পরিবেশের প্রয়োজন। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী একত্রে জনস্বার্থে ওই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিলে হাসপাতাল থাকবে পরিষ্কার। এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগে চিকিৎসা নিতে আসা রোগীসহ লোকজন খুশি। এ অভিযান অব্যাহত থাকার আশা করছেন তারা। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, এমপি মহোদয় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি রোগীদের চিকিৎসা বিষয়ে সবসময় খোঁজ নেন। রোগীদের শতভাগ সেবা পাওয়ার লক্ষ্য শতভাগ পরিশ্রম করছেন এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন লাল, সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।