ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুইজন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুইজন নিহত

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথকভাবে সন্ত্রাসীর গুলিতে দুইজন নিহত হয়েছেন।

গতকাল সোমবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এবং বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকে পৃথক এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ঘটনায় নিহতরা হলেন উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মৃত মীর আহমদের ছেলে ছানা উল্লাহ (২৭) এবং একই ক্যাম্পের জি-ব্লকের আব্দুল গফুরের ছেলে আহম্মদ হোসেন (২৭)।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল ভোর রাত ৪টার দিকে উখিয়ার কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের জনৈক মাহমুদুল হকের বসতঘরের সামনে সিঁড়ির ওপর একদল অজ্ঞাত দূর্বৃত্ত ছানা উল্লাহকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, পুলিশ তা এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি।

এদিকে গতকাল ভোর রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের জনৈক আলী জোহারের চায়ের দোকানের সামনে অজ্ঞাত একদল দুর্বৃত্ত আহম্মদ হোসেনকে উপর্যুপরি গুলি করে খুন করে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহম্মদ হোসেন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে এ ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটেছে বলে পুলিশের ধারণা বলেন শেখ মোহাম্মদ আলী। ওসি জানান, কারা, কী কারণে ঘটনাটি সংঘটন করে তা জানতে পুলিশ কাজ করছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত