কাউন্সিলরসহ জোড়া খুন

আদালতে ডিবির চার্জশিট দাখিল

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিবি পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। গতকাল দুপুরে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান। এলাকায় আধিপত্য বিস্তার ও নিহত সোহেল মাদকবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। চার্জশিটে আরো উল্লেখ করা হয়, ২০২১ সালের ২২ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসীরা নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এ ঘটনায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা গুলিবিদ্ধ হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত কাউন্সিলরের ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি প্রথমে কোতোয়ালি থানা পুলিশ ও পরে জেলা ডিবি পুলিশ তদন্ত করে। আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক শরীফ ইবনে আলম। চার্জশিটে এজাহারনামীয় ছয় আসামি ও তদন্তে প্রাপ্ত আরো পাঁচজনসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়। তারা হচ্ছেন- নগরীর নবগ্রাম বউবাজার এলাকার সোহেল ওরফে জেল সোহেল, সুজানগরের মো. আলম, জিসান মিয়া, সংরাইশের মাসুম, নবগ্রামের সায়মন উদ্দিন, সুজানগরের রনি, সংরাইশের রাব্বী ইসলাম ওরফে অন্তু, সুজানগরের এমরান খন্দকার, পাথুরিয়াপাড়ার জাহিদুল হাসান প্রকাশ ইমরান, পূর্ব চাঁনপুরের নাজিম ও চৌদ্দগ্রামের চাঁপাচৌ গ্রামের ইমরান হোসেন রিশাত। এ হত্যাকাণ্ডের পর এজাহারনামীয় আসামি নগরীর সুজানগর এলাকার শাহ আলম, মো. সাব্বির হোসেন ও সংরাইশ এলাকার মো. সাজন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন। এছাড়া এজাহারনামীয় সুজানগরের সুমন ও তেলিকোনার আশিকুর রহমান রকির সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়। মামলার বাদী নিহত কাউন্সিলরের ভাই সৈয়দ মো. রুমন বলেন, ১১ আসামির মধ্যে সন্ত্রাসী সোহেল ওরফে জেল সোহেল ছাড়া সব আসামি জামিনে মুক্ত রয়েছে। আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি জেনেছি। এখনো শুনানির দিন ধার্য্য হয়নি। আমার ভাই অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গতকাল দুপুরে জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানান, তদন্তে চাঞ্চল্যকর এ জোড়া খুনের নেপথ্যের কারণ উদ্ঘাটিত হয়েছে, ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।