ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্টওয়াচেও এআই সুবিধা!

স্মার্টওয়াচেও এআই সুবিধা!

বোল্টের নতুন আরো একটি স্মার্টওয়াচ এলো বাজারে, যার নাম দেওয়া হয়েছে বোল্ট স্টার্লিং। এই স্মার্টওয়াচে একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি অন্য স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে আপনাকে রিয়েল-টাইম আবহাওয়ার আপডেটও দেওয়া হবে। এতে চারটি মিনি গেমও পেয়ে যাবেন। স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৫২ ইঞ্চি এইচডি স্ক্রিন। তাতে ৩৬০দ্ধ৩৬০ পিক্সেল রেজ্যুলিউশন সাপোর্ট করে। এছাড়া ৭০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা পেয়ে যাবেন। কোম্পানির দাবি, আপনি রোদেও এই স্মার্টওয়াচে দুর্দান্ত ব্রাইটনেস পাবেন। এটির রিফ্রেশ রেট ৬০ হার্জ। ব্লুটুথ কলিং ফিচারও পাবেন স্মার্টওয়াচটিতে। এটিতে ব্লুটুথ ৫.৩ সাপোর্টও রয়েছে। এটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারও দেওয়া হয়েছে। ১০০টিরও বেশি স্পোর্টস মোড পাবেন। সঙ্গে ১৫০টিরও বেশি ক্লাউড ওয়াচ ফেস রয়েছে। এছাড়া আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য এতে অনেক হেলথ ফিচার দেওয়া হয়েছে। আপনি এতে ঝঢ়ঙ২ ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেসার মনিটর এবং হার্ট রেট মনিটরসহ অনেক ফিচার পেয়ে যাবেন। এছাড়া স্লিপ ট্র্যাকিং এবং ওয়াটার ড্রিংকিং রিমাইন্ডারের মতো ফিচারও দেওয়া হয়েছে। পানি ও ধুলা থেকে বাঁচানোর জন্য ওচ৬৭ রেটিং দেওয়া হয়েছে। মিডনাইট মেরিন, কার্বন কপার এবং স্টারলেট ইবোনি রঙে কিনতে পারবেন। ভারতীয় বাজারে এর দাম ১ হাজার ৫৯৯ টাকা। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত