আদালত অবমাননা

দিনাজপুর পৌর মেয়রকে জেলসহ জরিমানার আদেশ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ ওই মেয়রের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে গতকাল এ রায় দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। তাকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানান মেয়র জাহাঙ্গীর আলমের আইনজীবী। আদালতে মেয়রের বিরুদ্ধে অভিযোগের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য দিনাজপুর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন। এই আবেদনের পর দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ২৪ আগস্ট সকাল ৯টায় আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে এই মেয়রের বক্তব্যের ভিডিওটি অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। ওই আদেশ অনুযায়ী ২৪ আগস্ট সকালে মেয়র জাহাঙ্গীর আলম আপিল বিভাগে হাজির হলে তার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নিঃশর্ত ক্ষমা চান। সেই সঙ্গে তারা নিঃশর্ত ক্ষমার একটি লিখিত আবেদনও দাখিল করা হয়। এরপর আপিল বিভাগ মেয়রের নিঃশর্ত ক্ষমার আবেদন ও তার বিরুদ্ধে আসা আদালত অবমাননার অভিযোগের আবেদন শুনানির জন্য গতকাল দিনধার্য করেন। সে অনুযায়ী গতকাল শুনানি শেষে রায় দেয়া হয়।