যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি তার খেতে ১ হাজার ২৪৭ কেজি ওজনের একটি মিষ্টিকুমড়া ফলিয়েছে। এটি দেশটির ৫০তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পম্পকিন ওয়ে-অব বা সবচেয়ে ভারী কুমড়ার প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে। এর মালিক ট্রাভিস জিয়েনজার পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার ডলার। ৩০ বছর ধরে কুমড়া চাষ করছেন উদ্যানতত্ত্বের শিক্ষক ৪৩ বছর বয়সি ট্রাভিস। মিনেসোটার এই বাসিন্দা বলেন, আমি এমন কিছু প্রত্যাশা করিনি। ট্রাভিস জানান, দিনে স্বাভাবিকের চেয়ে ১২ গুণ বেশি ওই কুমড়া গাছে পানি দিতেন তিনি। সেইসঙ্গে সারও দিতেন একটু বেশি। চলতি সপ্তাহের শেষে ক্যালিফোর্নিয়ার হাফ মুন ব্যাতে আয়োজিত একটি উৎসবে কুমড়াটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রদর্শিত হবে বলা জানা গেছে। যুক্তরাষ্ট্রে এখন হেমন্তকাল চলছে। দেশটির বিভিন্ন দোকানে এখন কুমড়া পাওয়া যাচ্ছে। অনেকেই হ্যালোউইনের সাজসজ্জার জন্য এটি ব্যবহার করে। আবার অনেকেরই প্রিয় খাবার এই কুমড়া। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ওজন ১ হাজার ২২৫ কিলোগ্রাম। ইতালির একজন চাষি ২০২১ সালে এটি উৎপাদন করেছিলেন।