ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ
ঢাকায় বিভিন্ন ইসলামী সংগঠনের বিক্ষোভ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।
গতকাল দুপুরে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তারা পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া সংগঠনগুলোর মধ্যে ছিল খেলাফত মজলিস, জামায়াতে উলামা-ই-ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, ইউনাইটেড মুসলিম উম্মাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী যুব জোট। এ সময় তারা ইসরাইলবিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। বায়তুল মোকাররমের উত্তর গেটে ইউনাইটেড মুসলিম উম্মাহর মানববন্ধনে আহছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী অধ্যাপক মুফতি শাঈখ মুহাম্সদ উছমান গনী বলেন, প্রতিটি শান্তিকামী মানুষ ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে। সংগঠনগুলো বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, মুহাম্মদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ নামের তিনটি সংগঠন।