মির্জা ফখরুল
নৈরাজ্যকর অবস্থায় দেশের অর্থনীতি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশের অর্থনীতি নৈরাজ্যকর অবস্থায় পতিত হয়েছে। দেশের অর্থনীতির সূচক নিম্নমুখী। অথচ বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট আগের তুলনায় অনেকটা কম। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মূল্যস্ফীতির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার মজুত কমছে।
ডলারের অভাবে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ী ও শিল্প মালিকরা। বিএনপির এই নেতা বলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, ভ্রান্তনীতি গ্রহণ, নীতির সমন্বয়হীনতা, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, সর্বোপরি লাগামহীন দুর্নীতির কারণে বাংলাদেশ এ সংকট থেকে বের হতে পারছে না।