ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

গাভী পালনে স্বাবলম্বী মেহেরুন্নেছা

গাভী পালনে স্বাবলম্বী মেহেরুন্নেছা

গাভী পালন করে সফল হয়েছেন কিশোরগঞ্জের নারী উদ্যোক্তা মেহেরুন্নেছা। কঠোর পরিশ্রম ও প্রবল প্রতিভা মেহেরুন্নেছাকে স্বাবলম্বীর পথ দেখিয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী তিনি। ২০১৭ সালে মেহেরুন্নেছা তার নিজস্ব অর্থায়নে বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরু মোটাজাতাকরণ প্রকল্প। পরবর্তী সময়ে ২০২০ সালে অগ্রণী ব্যাংক লিমিটেড হোসেনপুর শাখা থেকে ঋণ নিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্প্রসারণ করেন। বর্তমানে তার খামারে বিভিন্ন উন্নত জাতের ১৫টি গরু রয়েছে। গত ঈদুল আজহায় গরু বিক্রি করে ৩ লাখ টাকা মুনাফা অর্জন করেন তিনি। গরুর খাদ্যের জন্য তিনি ধানের খড় মজুত করে রেখেছেন। তাছাড়া গরু খাদ্য হিসেবে নিজস্ব জমিতে ঘাস রোপণ করে ব্যয় সংকোচন করেছেন। লিজকৃত ১ একর জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গোবর দিয়ে জৈব সার তৈরি করে ধান চাষ করে বাম্পার ফলন ফলাচ্ছেন প্রতিবছর। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া জানা মেহেরুন্নেছা ছোট থেকেই জীবন গড়ার স্বপ্ন দেখেন। প্রথমে তিনি কাজ হিসেবে বেছে নেন দর্জির কাজ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার-ভিডিপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। মেহেরুন্নেছা জানান, পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন করে যাব। জানতে চাইলে হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান, গাভী লালন পালন করে মেহেরুন্নেছার মতো এমন নারী উদ্যোক্তার প্রয়োজন। তার এমন সাফল্য দেখে অন্য নারীরাও কর্মে এগিয়ে আসবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন বলেন, মেহেরুন্নেছাকে গাভী পালনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং তাকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত