ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না

বললেন মির্জা ফখরুল
সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তলে তলে সব হয়ে গেছে। সেই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তলে তলে কিছুই হয়নি। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এমন কোনো কাজ নেই যে আমরা করিনি। এখনও সময় আছে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজপথের আঘাত প্রতিরোধ না করতে পারলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এবারের লড়াই বেঁচে থাকার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সারাদেশ আজ ঐক্যবদ্ধ। এখন প্রয়োজন শুধু নির্দেশ। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আজ ৮৫ বছর বয়সেও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। আজ তরুণদের এগিয়ে আসতে হবে- দেশকে রক্ষা করার জন্য।

সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ বাঁচানো যাবে না। দেশকে বাঁচাতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান। অধ্যাপক মাহবুব উল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ স্থায়ী কমিটির সদস্যদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত