ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডব্লিউএইচও-এসইএআরও’র শীর্ষ পদের জন্য সায়মা ওয়াজেদ সেরা পছন্দ

বললেন ঢাবি ভিসি
ডব্লিউএইচও-এসইএআরও’র শীর্ষ পদের জন্য সায়মা ওয়াজেদ সেরা পছন্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে সেরা পছন্দ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সায়মা ওয়াজেদ ‘ডব্লিউএইচও-এসইআরও’-এর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রার্থী। মানসিক স্বাস্থ্য খাতে বিশেষ করে তার নিরলস গবেষণা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) নিয়ে কাজ করার জন্য তার অসামান্য অর্জন এবং অবদানের কারণে তিনি এই পদের যোগ্য। ‘ডব্লিউএইচও-এসইএআরও’ এর আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি একজন জনস্বাস্থ্য কূটনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন উপাচার্য।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনন্দের সঙ্গে উল্লেখ করেছেন যে, সায়মা ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে দীর্ঘদিন ধরে একজন ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ ‘ডব্লিউএইচও-এসইএআরও’-এর শীর্ষ পদের জন্য সেরা পছন্দ। কারণ তার অটিজম এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের ব্যাধি সম্পর্কে বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে বলে নিশ্চিত করেন ভিসি।

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়ে ঢাবি ভিসি তার দুর্দান্ত সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত