ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষা ক্যাডার

কর্মবিরতি প্রত্যাহার সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা চলবে

কর্মবিরতি প্রত্যাহার সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা চলবে

শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবশেষে দুই দিনের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ফলে আগামী ১৭ ও ১৯ অক্টোবর দেশের সব সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা চলবে। একই সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট অধিদপ্তর-সংস্থায় যথারীতি অফিস করবেন কর্মকর্তারা। গতকাল রোববার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব শওকত হোসেন মোল্যার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিগুলো আদায়ে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত শনিবার রাতে সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আমাদের সব দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দাবি পূরণে তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলেও মতামত দেন। শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ ও ১৯ অক্টোবর ডাকা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা। বৈঠকে মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহারে ‘সম্মত’ হন তারা। তবে নিজেদের মধ্যে বৈঠক করে কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সভাপতি।

বৈঠকের পর অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা স্যাটিসফাইড (সন্তুষ্ট)। সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে তারা রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

অন্যদিকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, সব সময়ই আমরা শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন।

জানা গেছে, ক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি কর্মসূচি করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তরা।

দাবি মেনে না নেওয়ায় তারা আগামী ১৭ ও ১৯ অক্টোবর ফের দুই দিনের কর্মবিরতি ঘোষণা দেন। তবে শনিবার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল আনুষ্ঠানিকভাবে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিলেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত