ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জনসচেতনতা বাড়তে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালিত

জনসচেতনতা বাড়তে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালিত

চালকদের সচেতন করতে রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল রোববার শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির স্লোগান ছিল ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’। ঢাকার মগবাজারে স্কাউট সদস্যরা রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের হর্ন না বাজাতে অনুরোধ করছিলেন, দাঁড়িয়ে ছিলেন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে।

ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, বৌদ্ধ মন্দির এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় সামনে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে লিফলেট বিলি করেন পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু মগবাজার, শাহবাগসহ কয়েকটি জায়গায় ঘুরে দেখা গেছে ১ মিনিটের জন্য শব্দহীন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

শব্দদূষণ বন্ধে গাড়িতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দেওয়া স্টিকারও বিতরণ করতে দেখা যায়, যাতে লেখা ছিল ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন; অযথা হর্ন বাজাবেন না’। ওই মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টা থেকে সচিবালয়ের সামনে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হয়। একই সময় সচিবালয়ের ভেতরেও এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের সড়কে দাঁড়িয়ে পরিবেশমন্ত্রী বলেন, আজ শুধু ঢাকা শহরে ১ মিনিট শব্দ দূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। কিছু দিনের মধ্যে সারা দেশব্যাপী এটা করব। তিনি বলেন, বিনয়ের সঙ্গে সকলকে অনুরোধ করব, আপনারা বিষয়টি একটু নীরবে চিন্তা করে দেখেন, আপনার একটা হর্নের কারণে একজন মানুষের জীবনে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে বা ছোট ছোট বাচ্চারা আক্রান্ত হতে পারে। হাইড্রোলিক হর্ন অবশ্যই বন্ধ করতে হবে।

মন্ত্রী বলেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ১ মিনিট নীরবতা পালন করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, এই বাংলাদেশকে আমরা একদিন শব্দ দূষণমুক্ত করতে পারব। অন্য দেশে যখন যাই, আমরা শব্দ দূষণ মেনে চলি। কিন্তু নিজের স্বাধীন দেশে এসে আমরা সেটা মানি না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। সারা দেশ একসময় ২৪ ঘণ্টাই শব্দ দূষণমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ফারহিনা আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সচিবালয়ের ভেতরেও পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বানে ‘শব্দহীন এক মিনিট’ পালন করা হয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কর্মকর্তা রাজিব দাশ বলেন, সচিবালয়ের ভেতরে হর্ন বাজানো নিষিদ্ধ। আজ তো প্রশ্নই ওঠে না। পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বানে ‘শব্দহীন এক মিনিট’ সচিবালয়ে ভেতরে ভালোভাবেই পালন করা হয়েছে। এই ১ মিনিট গাড়ির কোনো আওয়াজ ছিল না। মিরপুরে সকাল ১০টা থেকে ১ মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করার কথা থাকলেও সিগন্যালের কারণে ১ মিনিট পিছিয়ে ১০টা ১ মিনিট থেকে শুরু হয় কর্মসূচি। এ সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা নীরব রাখা হয়। এক্ষেত্রে বিশেষ সহায়তা করেছেন ওইখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

মিরপুর এলাকার বাসিন্দা সোহেল মাহমুদ বলেন, ১ মিনিট হর্ন বন্ধ থাকলেও গাড়ির ইঞ্জিনের সাউন্ড বন্ধ ছিল না। ১ মিনিট পর রাস্তা খুলে দিলে আবারও অযথা হর্ন বাজাতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসচালকদের। শাহবাগ মোড়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুস সালাম বলেন, চালকদের অযথা হর্ন বাজানো বন্ধে জনসচেতনতা তৈরি করতে এই কর্মসূচি হাতে নিয়েছি। জনগণকে হর্নের ক্ষতিকর দিক সম্পর্কে জানাতে হবে। শাহবাগ থানার পিআই মঞ্জুরুল ইসলাম বলেন, গাড়ি চালকদের অযথা হর্ন বাজানো বন্ধে এমন সচেতনতামূলক কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার। অযথা হর্ন বাজানোর কারণে আমাদের শ্রবণশক্তিতে ব্যাপক বিরূপ প্রভাব পড়ে। ট্রাফিক পুলিশসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা হয়।

৬০টিরও বেশি ব্যাংকের একাত্মতা ঘোষণা : পরিবেশ মন্ত্রণালয়ের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী ও বাংলাদেশ ইসলামী ব্যাংকসহ ৬০টিরও বেশি ব্যাংক। এই উপলক্ষ্যে ব্যাংকগুলোও নিজেরাও বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কোনো গাড়ির ড্রাইভার হর্ন বাজানন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত