ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

সফল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে

সফল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে

বিএনপি মহাসচিব সির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারো আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তা আর হতে দেওয়া হবে না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে রাস্তায় নেমেছি। আমাদের লড়াই চলছে। সফল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক-শোর এ ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার এবং ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নো কমেন্টস’ বইটি আলোকচিত্র সাংবাদিক বাবুল তালুকদার সম্পাদনা করেছেন। মির্জা ফখরুল বলেন, অনেকেই আছেন যারা হতাশায় ভুগেন। তাদের বলব- মাঠে থাকলে হতাশ হবেন না। আমাদের নেতারা যারা মাঠে থাকেন তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের মধ্যে কোনো হতাশা নেই। আমরা বিশ্বাস করি এই সংগ্রামে আমরা বিজয়ী হবো। কারণ আমরা সত্যের পক্ষে ও সঠিক পথে আছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে ও ফটোসাংবাদিক বাবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত